Pages

সংবাদ সম্মেলনে টেবিলে পা তুলে ক্ষোভ ঝাড়লেন

সাধারণত নজিরবিহীন! এমন ঘটনা কেউ কোনওদিন দেখেছে কি না জানা নেই৷ কেউ কোনোদিন টেবিলে পা রেখে সংবাদ সম্মেলন করেন না৷ কিন্তু এই ঘটনায় দেখল ক্রিকেট বিশ্ব৷
রোববার দলকে টি-২০ বিশ্বকাপ জেতানোর পরে প্যাড পরেই সংবাদ সম্মেলন করেন মার্লন স্যামুয়েলস৷ তার সঙ্গে ছিল না কোনো ক্যারিবিয়ান মিডিয়া ম্যানেজারও৷ টেবিলে পা রেখেই তিনি সংবাদ সম্মেলন করেন৷ আক্রমণাত্মক মেজাজে সংবাদ সম্মেলন করেন তিনি৷অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার শ্যেন ওয়ার্নকে নিজের ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি উৎসর্গ করেছেন ৷ তারপর শ্যেনের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ ঝেড়ে দেন৷

সংবাদ সম্মেলনে স্যামুয়েলস বললেন, ‘ওয়ার্ন সেই ২০১২ থেকে আমাকে দেখলেই ঝামেলা করে। কোনো কারণ ছাড়াই। আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করাটা মনে হয় ও নিজের কর্মসূচি করে নিয়েছেন। হতে পারে আমার মুখটা আসল আর ওরটা নকল বলে ওর ঝামেলা করতে ইচ্ছে করে।’
পাশাপাশি বিশ্বকাপ জেতার পরে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উখরে দেন অধিনায়ক স্যামিও৷

No comments :

Post a Comment

The latest news, breaking news and current news at "exclusivenews21.blogspot.com" Get all the big headlines, pictures, analysis, opinion and video on the stories that matt.