Pages

এ বছর যাদের বিপক্ষে লড়তে পারে মাশরাফিরা


আফগানিস্তানও পারল। পারল না শুধু বাংলাদেশ। ভারতের বিপক্ষে আশাজাগানিয়া এক রানে হারার পর কিউইদের বিপক্ষে দেড় শ’র নিচে আটকে দিয়েও ৭৫ রানের পরাজয়। বাছাই পর্বে তামিমের সেঞ্চুরি ও সুপার টেনে মোস্তাফিজুরের ৫ উইকেটের অর্জন নিয়ে টাইগাররা দেশে ফিরেছে রোববার।
ব্যস্ত শিডিউল না থাকায় এখন থেকে বেশ কিছু দিন বিশ্রামে থাকবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এরপরই নামতে হবে আন্তর্জাতিক ক্রিকেটীয় ব্যস্ত সূচিতে। যদিও এখন পর্যন্ত সেই সূচি চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চলতি বছরে টাইগারদের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত। এ ছাড়া জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার সাথেও সিরিজ আয়োজনের ব্যাপারে আলোচনা করছে বিসিবি। তবে এসব সূচির সব কয়টিই সম্ভাবনার শিকলে আটকা।
এর নেপথ্যে যৌক্তিক কারণ হলো, দ্বিপক্ষীয় সিরিজগুলোর আয়োজন সাধারণত আইসিসির তত্ত্বাবধায়নে থাকে না। সিরিজগুলো আয়োজন করতে হয় দুই বোর্ডের সম্মিলিত আলোচনার মাধ্যমে। সে জন্য সময় একটা বড় ব্যাপার। যাদের সাথে খেলবে, তাদের শিডিউলে কোনো বিরতি আছে কি না ইত্যাদি বিষয় মাথায় নিয়েই বিসিবি এগোচ্ছে।
সূত্র মতে, আগামী মাসে অর্থাৎ এপ্রিলের শেষের দিকে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানাতে চায় বাংলাদেশ। আগ থেকেই শ্রীলঙ্কা বোর্ডের সাথে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া চলতি বছরের মাঝামাঝি তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-২০ ম্যাচ খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা রয়েছে সাকিব-তামিমদের। এরপরই আগস্টে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। এটির সূচি চূড়ান্ত হলে বাংলাদেশ ভারতের সাথে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলবে।
এর পরের মাসেই ঘরের মাঠে ক্যারিবিয়ানদের স্বাগত জানাতে চায় বিসিবি। এটি হলে ওয়েস্ট ইন্ডিজের সাথে সাতটি ওয়ানডে খেলবে মাশরাফি বাহিনী।
ঘরের মাঠে অক্টোবরে আতিথেয়তা দিতে প্রস্তত ইংল্যান্ডকে। বাংলাদেশের বিপক্ষে তিনটি ওডিআই ও দুটি টি-২০ সিরিজ খেলতে ঢাকায় আসতে পারে ইংলিশরা। নভেম্বরে নিউজিল্যান্ড সফরে যেতে পারেন মাশরাফিরা। কিউইদের সাথে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-২০ খেলার কথা রয়েছে।
গত পরশু দলের সাথে সবাই ফিরেননি। শুভাগত হোম কলকাতায় কিছু দিন থাকার পর ৩০ মার্চ ফেরার কথা রয়েছে। ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল কলকাতা থেকেই ছুটি কাটাতে লন্ডনে যাবেন। চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফিরেননি এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের জন্য কম্পিউটার বিশ্লেষকের দায়িত্ব পাওয়া পানিশ শেঠী।
তবে কোচ চন্দ্রিকা হাতুরাসিংহেসহ কোচিং স্টাফের সব বিদেশী সদস্য ঢাকায় এসেছেন। এখান থেকেই ছুটিতে যাবেন তারা। আপাতত আগস্টের আগে থাকছে না আন্তর্জাতিক শিডিউল। তবে বিশ্রাম পাচ্ছেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। কারণ ৯ এপ্রিল থেকে আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ডামাডোল।

No comments :

Post a Comment

The latest news, breaking news and current news at "exclusivenews21.blogspot.com" Get all the big headlines, pictures, analysis, opinion and video on the stories that matt.