ভারতে এবার মদ্যপ প্রৌঢ়ের হাতে ধর্ষিত হলো গোয়াল পালানো ‘গরু’
অবাক পৃথিবী ডেস্ক: মুক্তির স্বাদ পেতে গোয়াল থেকে পালিয়েছিল গরুটি। তবে শেষ পর্যন্ত নিজের সম্মান রক্ষা করতে পারল না এই অবলা জীবটিও। ভারতের গো-বলয়ে গরুকে গো-মাতা হিসাবে পুজো করা হয়। সেখানেই এক মদ্যপ প্রৌঢ়ের হাতে ধর্ষিত হতে হল একটি গরুকে। ঘটনাটি ঘটেছে গত ১৯ মার্চ ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলায়। জানা গিয়েছে, গরুর সঙ্গে যৌন মিলনের চেষ্টার অপরাধে শ্রবণ ব্যাস (৫০) নামে এক প্রৌঢ়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্বাভাবিক যৌন মিলনের (৩৭৭ ধারা) ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় শ্রবণ নামে ওই প্রৌঢ় মদ্যপ অবস্থায় ছিল। তাকে এই ঘটনা ঘটাতে দেখেন তিনজন মহিলা। তাঁরা গিয়ে জনৈক মিথিলেশ কুমারকে খবর দিলে তিনি পুলিশ ডেকে শ্রবণকে গ্রেফতার করান। ঘটনার পরে গোটা এলাকায় উত্তেজনা রয়েছে। এলাকাবাসী সহ গোটা গো-বলয় গরুকে মাতা হিসাবে পূজা করে। ফলে গ্রামবাসীরা চাইছেন ১৯৬০ সালের পশু আইন অনুযায়ী শ্রবণের বিরুদ্ধে মামলা করুক পুলিশ। তবে সেই ধারায় মামলা করার মতো কিছু খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে যার গোয়াল থেকে গরুটি পালিয়েছিল, তার হাতে ফের গরুটিকে তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০১৩ সালে এক যুবক বালাঘাট জেলায় একইরকমভাবে গরুর সঙ্গে যৌন মিলনের চেষ্টা করে গ্রেফতার হয়েছিল। -
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
The latest news, breaking news and current news at "exclusivenews21.blogspot.com" Get all the big headlines, pictures, analysis, opinion and video on the stories that matt.