কবর খুড়তে গিয়ে লাশ হলেন দছিম উদ্দিন
গাইবান্ধার সাদুল্যাপুরে প্রতিবেশী বড় ভাই মৃত মজিবর রহমান মন্ডল (৬৫) এর কবর খুড়ড়ে গিয়ে লাশ হলেন দছিম উদ্দিন মন্ডল (৫৫)। হৃদয় বিদারক এ ঘটনাটি সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের শেরপুর গ্রামে ঘটেছে। স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত গেন্দা মন্ডলের পুত্র মজিবর রহমান মন্ডল সোমবার সকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে মারা যায়। সকাল ৮টার দিকে মৃত দবির উদ্দিনের পুত্র দছিম উদ্দিন প্রতিবেশী মৃত মজিবর রহমানের কবর খুড়তে গিয়ে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে (দছিম উদ্দিন) হার্টএ্যাটাকে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। মৃত্যুর এ খবরে এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে। ওইদিন বিকেলে পৃথক পৃথক ভাবে তাদের লাশ দাফন করা হয়।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
The latest news, breaking news and current news at "exclusivenews21.blogspot.com" Get all the big headlines, pictures, analysis, opinion and video on the stories that matt.