Pages

এবার অমিতাভ-ফ্লিনটফ টুইট ‘যুদ্ধ’

ভারতের গ্যালারি দলের দ্বাদশ খেলোয়াড় সন্দেহ নেই। আর ত্রয়োদশ খেলোয়াড়? নিঃসন্দেহে অমিতাভ বচ্চন! তাঁর তো আর গ্যালারিতে বসে গলা ফাটানোর জো নেই। তিনি কি বোর্ড ‘ফাটাচ্ছেন’। একের পর এক টুইটে সমর্থন দিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনির দলকে। এবার তো কিংবদন্তি এই অভিনেতা টুইটারে বচসায় জড়িয়ে গেলেন সাবেক ইংলিশ অলরাউন্ডার​ অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে। ঘটনার কেন্দ্র বিরাট কোহলি।
শুরুটা অবশ্য করেছিলেন ফ্লিনটফই। প্রথমে একটি টুইট বার্তায় কোহলির ইনিংসটির প্রশংসা করেন। এর খানিক পরেই হয়তো নিছক মজা করেই লেখেন, ‘কোহলি যেভাবে খেলছেন, এভাবে চালিয়ে গেলে একদিন নিশ্চয়ই সে রুটের মতো হয়ে উঠবে।’ জো রুটের ধারাবাহিক ফ​র্ম দিয়ে ফ্লিনট​ফ মজাই করতে চেয়েছিলেন। সেই মজার জবাব মজা দিয়েই দিলেন অমিতাভ, ‘রুট! কে রুট? সমূলে উপড়ে ফেলা হবে এই রুট।’

No comments :

Post a Comment

The latest news, breaking news and current news at "exclusivenews21.blogspot.com" Get all the big headlines, pictures, analysis, opinion and video on the stories that matt.