Pages

মানুষের প্রাণের থেকে কি আইপিএল বেশি গুরুত্বপূর্ণ?

মানুষের জীবন বেশি গুরুত্বপূর্ণ নাকি আইপিএল খেলা? মঙ্গলবার মহারাষ্ট্রের ক্রিকেট বোর্ডকে এই প্রশ্নই করেছে বোম্বে (মুম্বই) হাইকোর্ট। ৯ এপ্রিল শুরু হচ্ছে আইপিএল ২০১৬। মুম্বই, পুনে ও নাগপুর মিলিয়ে মোট ২০টি ম্যাচ হওয়ার কথা আছে মহারাষ্ট্রে। খেলার জন্যে পিচ তৈরি করতে প্রয়োজন পড়ে প্রচুর পরিমাণে পানি। কিন্তু বর্তমানে প্রবল খরা দেখা দিয়েছে মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। এমন পরিস্থিতিতে মহারাষ্ট্রের ক্রিকেট বোর্ডের কাছে বোম্বে হাইকোর্ট জবাব চেয়েছে, যে রাজ্যের মানুষ নিত্য প্রয়োজনের পানিটুকু পাচ্ছে না, সেখানে কোন যুক্তিতে এতগুলি খেলার আয়োজন করা হয়েছে এখানে। হাইকোর্ট জানতে চেয়েছে কোন সাহসে এত পানি নষ্ট করার কথা ক্রিকেট বোর্ড ভাবতে পারে? মানুষের প্রাণের থেকে কি আইপিএল বেশি গুরুত্বপূর্ণ? বোর্ডের বিরুদ্ধে বেপরোয়া হওয়ার অভিযোগও করেছে বম্বে হাইকোর্ট। একটি পিটিশনের শুনানিতে বম্বে হাইকোর্ট জানিয়েছে এমন সঙ্কটজনক পরিস্থিতে এভাবে পানি খরচ করা অপরাধের সামিল। কোর্টের এই অভিযোগের উত্তরে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে পিচ বানানোর জন্যে যে পানি খরচ হয়, তা তারা কিনে নেয়। তাছাড়া পিচ বানানোর কাজে যে পানি ব্যবহৃত হয়, তা পানের অযোগ্য। এর উত্তরে বম্বে হাইকোর্ট বলেছে, বিসিসিআই-তে পানির যোগান বন্ধ করে দেয়া হলে তবে পরিস্থিতির গুরুত্ব তারা বুঝতে পারবেন। এখানেই শেষ নয়, বম্বে হাইকোর্ট পরামর্শ দিয়েছে যাতে মহারাষ্ট্রে আয়োজিত আইপিএল-এর ম্যাচগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে পানির অভাব নেই। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পাশাপাশি হাইকোর্টের তরফে কড়া নির্দেশ দেয়া হয়েছে রাজ্য সরকারকেও। পানির অপচয় রুখতে রাজ্য কী পদক্ষেপ করছে সে বিষয়ে বিস্তারিতভাবে আদালতকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। বিশেষজ্ঞদের মত, মহারাষ্ট্রে যে ক'টি আইপিএল খেলা হবে তার জন্যে পিচ তৈরি করতে খরচ হবে আনুমানিক ৭০ লাখ লিটার পানি। বৃহস্পতিবার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

No comments :

Post a Comment

The latest news, breaking news and current news at "exclusivenews21.blogspot.com" Get all the big headlines, pictures, analysis, opinion and video on the stories that matt.