Pages

সাকিব-তামিমরা বাঁ-হাতি কেন?

ব্রায়ান লারার সঙ্গে সনাৎ জয়সুরিয়ার মিল কোথায়? কিংবা অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে সৌরভ গাঙ্গুলীর? তাঁরা সবাই ক্রিকেটার। আরেকটা মিল আছে, তাঁরা সবাই বাঁ-হাতি। ডান হাতের তুলনায় তাঁদের বাঁ-হাতে জোর বেশি। ভিনদেশি ক্রিকেটারদের কথা বাদ দিই। আমাদের সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা তরুণ তুর্কি মুস্তাফিজুর রহমানের কথা যদি বলা হয়, তাঁরাও কিন্তু বাঁ-হাতি। বাঁ-হাতের জাদু দেখিয়েই তাঁরা দেশসেরা, বিশ্বসেরাদের কাতারে।
মজার ব্যাপার হলো, দুনিয়ার প্রায় ১০ শতাংশ মানুষ বাঁ-হাতি। সহজ করে বললে, প্রতি ১০ জনে একজন। সুতরাং বাঁ-হাতি হওয়ার ব্যাপারটা কিছুটা হলেও বিরল তো বটেই। এমন দুর্লভ গুণের অধিকারী বলেই কি লারা, সৌরভ, সাকিবরা সেরাদের সেরা? মোটেও নয়। এক শচীন টেন্ডুলকারের উদাহরণ টানলেই সব হিসাব মিলে যাবে। ডানহাতি বা বাঁ-হাতি—সাফল্যের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। তবে এই ক্রিকেটাররা বাঁ-হাতি কেন? কিংবা আমাদের মধ্যে অনেকেই বাঁ-হাতি কেন? প্রশ্নটা কঠিন হলেও উত্তরটা একদম সহজ। ঠিক যে কারণে একজন মানুষ ডানহাতি হয়, বাঁ-হাতি হওয়ার কারণও সেটাই। তবে এই উত্তরে কী মনের খুঁতখুঁতানির নিরসন হয়?
এই প্রশ্নের উত্তর মানুষের জিনে লুকিয়ে আছে বলে বিজ্ঞানীদের বিশ্বাস। মানব কোষের আণুবীক্ষণিক অংশের নাম জিন, এর ভেতর থাকে ডিএনএ (ডি-অক্সিরাইবোনিউক্লিইক অ্যাসিড)। এই ডিএনএ নির্ধারণ করে দেয় কে কেমন হবে। জিনের বৈশিষ্ট্য আমরা মা-বাবার কাছে থেকে পাই, অর্থাৎ এটা বংশানুক্রমিক একটা প্রক্রিয়া। তবে বিজ্ঞানীরা এ ব্যাপারে একেবারে শতভাগ নিশ্চিত নন। তাঁদের মতে, আমাদের চোখের রং, চুলের ধরন, উচ্চতা—এ রকম অনেক বৈশিষ্ট্য জিনের মাধ্যমে ঠিক হয়। বাঁ-হাতি হওয়ার ব্যাপারটাও একই প্রক্রিয়ায় হওয়া খুব একটা অস্বাভাবিক নয়।
তবে ওই যে বললাম, বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি। যেহেতু অল্পসংখ্যক মানুষ বাঁ-হাতি হয়ে জন্মায়, তাই একদল বিজ্ঞানীর ধারণা, বাঁ-হাতি হওয়ার পেছনে জিনে পরিবর্তন (মিউটেশন) অথবা ডিএনএতে পরিবর্তনের হাত থাকতে পারে। আরেক দল বিজ্ঞানীর মতে, হরমোন গুরুত্বপূর্ণ অবদান রাখে। মাতৃগর্ভে থাকাকালীন অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার আগে আমাদের মস্তিষ্কে হরমোন এমন হয়তো কিছু পরিবর্তন করে দেয়, যা আমাদের ভাবতে বাধ্য করে আমরা বাঁ-হাতি। প্রশিক্ষণের মাধ্যমে ডানহাতেও সক্ষমতা আনা সম্ভব বলে মত দিয়েছেন অনেকে। সৌরভ গাঙ্গুলী কিন্তু ডান হাতে বল করতেন।
প্রশ্ন হলো, এই ডানহাতি মানুষের ভিড়ে বাঁ-হাতিরা কতটুকু কার্যকর? সাকিব-তামিম আর মুস্তাফিজের উদাহরণ তো আগেই দেওয়া হয়েছে। ৭৪০ কোটি মানুষের পৃথিবী হলে কম-বেশি ৭৪ কোটি মানুষ বাঁ-হাতি। সংখ্যাটা কিন্তু একদম কম নয়! তার পরও বাণিজ্যিক পণ্য সবচেয়ে বড় বাজার লক্ষ্য করেই তৈরি হয়। ছোট্ট একটি উদাহরণ হতে পারে কাঁচি, যা ডানহাতি মানুষদের কথা মাথায় রেখেই তৈরি হয়।শেষ করার আগে একটি তথ্য দেওয়া যাক, বারাক ওবামাসহ গত তিন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু বাঁ-হাতি ছিলেন!

No comments :

Post a Comment

The latest news, breaking news and current news at "exclusivenews21.blogspot.com" Get all the big headlines, pictures, analysis, opinion and video on the stories that matt.