স্পোর্টস আপডেট ডেস্ক – টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ গড়েও ক্যারিবীয়দের বেঁধে রাখতে পারেনি টিম ইন্ডিয়া। আর ম্যাচ শেষে ভারতের এই বেঁধে রাখতে না পারার কারণ জানালেন ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক ল্যান্ডল সিমন্স।
ভারতের ব্যাটিং লাইনআপ ঐতিহ্যগতভাবেই সেরা। কিন্তু তাদের বোলিং নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে বারবার। মুম্বাইয়ের ওয়াংখেড়ের স্টেডিয়ামে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েও বোলিং ব্যর্থতার জন্য জয়ের হাসি হাসতে পারেনি টিম ইন্ডিয়া। আর স্বাগতিকদের ভালো পেস আক্রমনের অভাবেই এমনটা হয়েছে বলে জানিয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যান সিমন্স।
ভারতের পেস আক্রমনের বিষয়টি উল্লেখ করে সিমন্স বলেন, ‘তাদের (ভারত) বোলিং নিয়ে সন্দেহ ছিল। তাদের (আশিষ) নেহরা, (জাসপ্রিত) বুমরাহ দুজন পেস বোলার ছিল। কিন্তু তাদের বোলিংয়ে ভালো গতি লক্ষ্য করা যায়নি। সেটাই আমাদের ভালো করতে সহায়তা করেছিল।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে গতকালের ম্যাচে সর্বোচ্চ ইনিংসটি আসে সিমন্সের (৮২*) ব্যাট থেকে। দুটি জীবন পেয়ে দলের জয়ে সবচেয়ে কার্যকরী ভূমিকাটি তারই। অথচ ক্রিজে নামার আগে বেশ চাপে ছিলেন জানিয়ে সিমন্স বলেন, ‘এই ম্যাচটির আগে আমি বেশ চাপে ছিলাম। তবে ভালো একটি টার্গেট তাড়া করে আমরা জয় পাওয়ায় বেশ ভালো লাগছে। আমি শান্তভাবেই ব্যাট করতে নেমে ছিলাম। কেননা লক্ষ্য তাড়া করে জয়ে পৌঁছাই আমাদের পরিকল্পনা ছিল।’
ভারতের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এ নিয়ে তিনটি বড় টুর্নামেন্টের সেমিফাইনালে হারল ভারত। ১৯৮৭ বিশ্বকাপের পর ১৯৮৯ সালের নেহরু কাপ টুর্নামেন্টের সেমিতে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারে তারা। সর্বশেষ বৃহস্পতিবার ক্যারিবীয়দের বিপক্ষে সেমিতে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে টিম ইন্ডিয়ার।
No comments :
Post a Comment
The latest news, breaking news and current news at "exclusivenews21.blogspot.com" Get all the big headlines, pictures, analysis, opinion and video on the stories that matt.