Pages

বিশ্ববিবেক কাপানো এই ছবিটির পরের যে গল্পে শুধু দারুণ অবাক নয় হয়তো অনুপ্রানিতও হবেন আপনি


জাহাঙ্গির আলম রুবেল, সময়ের কণ্ঠস্বর, ফিচার -ছোট্ট একটা শিশু হাড়-পাঁজর বেরিয়ে আসছে দেহ থেকে আর সেই  শিশুকে পরম মমতায় পানি খাইয়ে দিচ্ছেন এক সাংবাদিক ও সমাজকর্মী। ইন্টারনেটের কল্যানে এতদিনে অনেকেই হয়তো দেখবার কথা সেই ছবিতে  প্রাণ ভরে সেই জীর্ণ শিশুটির পানি খাবার  দৃশ্য।এখনো ফেসবুকের হোমপেজে নানা ক্যাপশানে ঘুরে বেড়ায় ছবিটি।সেই ভাইরাল ছবির পরের গল্পটা কিন্তু তেমন কেও জানেনা। অভুতপুর্ব এই গল্পের কথায় আপনি দারুণ অনুপ্রানিত হবেন এটা আমাদের বিশ্বাস।নাহ আর দশজন সাংবাদিক অথবা ফটোগ্রাফারের মত ছবি তুলে ভাইরাল করে দেয়ার মত ঘটনা ঘটেনি এই শিশুটির ক্ষেত্রে। বদলে গেছে ওর জীবন !
danish5111
খুব বেশিদিন নয়, মাস দুয়েক আগে সোশাল সাইটে ছড়িয়ে পড়া এই ছবি শোরগোল ফেলেছিল বিশ্বে। বছর দু’য়েকের ওই শিশুকে কুসংস্কারের বশবর্তী হয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, সে নাকি ডাইন । ক্ষুধার্ত সেই শিশুকে রাস্তায় ঘুরতে দেখেছিলেন আনজা রিংরেন লোভেন নামে এক সাংবাদিক ও  সমাজকর্মী। নিজে হাতে ওই শিশুকে পানি  খাইয়ে হাসপাতালে ভর্তি করেন। সেই জীর্ণ শিশুটিই পুর্ন  সুস্থ আজ ।
Image
চনমনে এই হাস্যোজ্জল শিশুটির এই ছবি দেখে অনেকেই বরং অবিশ্বাসের সুরেই নাক সিটকে বলতে পারেন ‘ খবরটা ভুয়া’ ।
Image111111
দেখুন তো সেই জীর্ন শিশুটাকে চেনা যায় কিনা ?
তেমন সমালোচকদের জন্যই জানিয়ে রাখছি, সম্প্রতি নিজের ফেসবুকে ও টুইটে শিশুটির অবস্থার পরিবর্তনের কথা জানিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন আনজা। দেখা যাচ্ছে, সেই জীর্নতা কাটিয়ে  এখন দারুণ  সুস্থ আছে হোপ নামের ঐ অসহায় শিশুটি । ওজনও বেড়েছে। রুগ্ন সেই হোপ আর এই হোপের মধ্যে অনেক ফারাক। এখন আবার ফোন ব্যবহারও শিখছে সে। টুকিটাকি নাকি শিখছে পড়াশোনাও।
Image
হোপকে হাসপাতালে ভর্তি করার কিছুদিন পর সে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। এরপর তাকে নিজের সংস্থায় নিয়ে চলে আসেন আনজা। সেখানেই তার শুশ্রূষা চলে। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে হোপ। আর একটি অপারেশন করলেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।
Image1111
আনজার সন্তানের সাথে খেলছে হোপ
নিজেদের ওয়েবসাইটেও এসব তথ্য জানিয়েছেন আনজা। তিনি লিখেছেন, “হোপের ওই ছবি দেখার পর তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ সাহায্য এসেছিল।
Image11
ঘটনাটি দক্ষিণ নাইজেরিয়ার ইয়োর হলেও সারা বিশ্বের মানুষ পাশে দাঁড়িয়েছিল আমাদের। আর আমরাও নাইজেরিয়ার শিশুদের বাঁচানোর চেষ্টা করছি। তাদের হয়ে লড়াই করছি।” সম্প্রতি একটি অনাথ আশ্রমও গড়ে তুলেছেন আনজা ও তার স্বামী। আর সেখানেই বড় হচ্ছে শত শত হোপ। বলে রাখা ভালো এই শিশুটির নাম ‘হোপ’ আনজা  ও তার স্বামীরই দেয়া ।

No comments :

Post a Comment

The latest news, breaking news and current news at "exclusivenews21.blogspot.com" Get all the big headlines, pictures, analysis, opinion and video on the stories that matt.