ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আইসিসি সহযোগী দেশ গুলোর সাফল্য ছিলো চোখে পড়ার মতো। এবারের আসরে বিশ্বকাপে আফগানিস্তানের পারফর্মেন্স তারই প্রমান।
তাই পরবর্তী বিশ্বকাপে দল সংখ্যা বাড়ানোর চিন্তা করছে আইসিসি। এবার ১৬টি দেশ অংশ নিলেও পরের আসরে সেই সংখ্যাটা ১৮ দেশ নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে প্রথম পর্বে ১৮টি দল অংশগ্রহণ করবে।
আর, সুপার টেনের পরিবর্তে অনুষ্ঠিত হবে সুপার টুয়েলভ। প্রথম পর্ব থেকে যেখানে জায়গা পাবে ৪টি দল।
এদিকে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ এখন থেকে চার বছর পর পর অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়াতে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে।
No comments :
Post a Comment
The latest news, breaking news and current news at "exclusivenews21.blogspot.com" Get all the big headlines, pictures, analysis, opinion and video on the stories that matt.