Pages

চুয়াডাঙ্গায় ভবন নির্মাণে রডের বদলে বাঁশ

চুয়াডাঙ্গার দর্শনায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সরকারি ভবনের ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের মতো জালিয়াতির ঘটনা ঘটেছে। ভবনটি নির্মাণ করছে ঠিকাদার প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং কনসোটিয়াম লিমিটেড-ইসিএল। জালিয়াতি ধরা পড়ার পর কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন।
কৃষি অধিদপ্তরের নিজস্ব ভবন না থাকায় দীর্ঘদিন ধরেই কাজে ব্যাঘাত ঘটছিল। গতবছরের ডিসেম্বরে দর্শনা পৌরসভার পেছনে জমি অধিগ্রহণ করে এ কেন্দ্রের নিজস্ব ভবন তৈরির কাজ শুরু হয়। ভবন নির্মাণকাজ শুরুর আগেই ঠিকাদারি প্রতিষ্ঠান সীমানা প্রচীরের কাজ শেষ করে। তাই ভিতরে কী ঘটছিল তা জানার উপায় ছিলো না।
এরই মধ্যে দ্বিতল ভবনের কাজ অনেকটা সম্পন্ন হয়েছে। চলছিল পিলার ঢালাই এর কাজ। বুধবার বিকেলে এলাকার কিছু যুবক সেখানে গিয়ে দেখতে পায় ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার করে ঢালাই চলছে, ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট, বালি ও খোয়া। অভিযোগ পেয়ে নির্মাণাধীন ভবন পরিদর্শনে গিয়ে এর সত্যতা পান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
তবে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক কামরুন নাহার ভবনটি নির্মাণে অনিয়মের দায় চাপান নির্মাণকারী প্রতিষ্ঠানের ওপর।
এদিকে, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর নির্মাণাধীন ভবন পরিদর্শন শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেযার কথা জানান।


No comments :

Post a Comment

The latest news, breaking news and current news at "exclusivenews21.blogspot.com" Get all the big headlines, pictures, analysis, opinion and video on the stories that matt.