টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ হয় ধোনির দল ভারতের।এই ম্যাচে কুয়াশা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভারত প্রথমে ব্যাট করে ১৯২ রানের বিশাল সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করলেও এই রানকেও তারা ডিফেন্ড করতে পারেনি মূলত কুয়াশার কারণে। ফলে ক্যারিবীয়রা জয় পায় সাত উইকেটে। লিন্ডল সিমন্সের ৫১ বলে ৮২ রান এবং আন্দ্রে রাসেলের বিগ হিটিং ওয়েস্ট ইন্ডিজকে শেষ ওভারে জয় এনে দেয়।
কুয়াশা ছাড়াও এদিন ভাগ্য অনেকটাই সহায় ছিল সিমন্সের। রবিচন্দ্রন আশ্বিন ও পান্ডিয়ার বলে দুইবার সিমন্স ক্যাচ আউট হলেও রিপ্লেতে দু’টি বলই নো ধরা পড়ে এবং সিমন্সও দুইবারই জীবন ফিরে পান। ভারতের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দ্র শেওয়াগ বিখ্যাত ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে অবশ্য দুষলেন ভারতীয় অধিনায়ক ধোনিকেই।তাঁর মতে সেমিফাইনালে ধোনির অধিনায়কত্ব আশানুরূপ ছিল না।
শেওয়াগ বলেন, “ধোনি আশ্বিনকে দিয়ে মাত্র দুই ওভার বল করিয়েছে। আমি জানি না কেন? সেখানে জাদেজা তার চার ওভারে ৪৮ রান দিয়েছে এবং সুরেশ রায়নাকেও ব্যবহার করেনি ধোনি; যেখানে পান্ডিয়াও ৪০ রান দিয়েছিল।”
তিনি আরো বলেন, “আশ্বিন আমাদের সেরা বোলার এবং সে এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার। তার কোটা পূরণ করা উচিত ছিল। আমি মনেকরি সেমিফাইনালে ধোনি অধিনায়ক হিসেবে তেমন ভালো করেনি।”
ধোনির অধিনায়কত্বে আরও উন্নতি দরকার মনে করে শেওয়াগ বলেন, “আশ্বিন তার দুই ওভারে কিছু রান দিয়েছিল। প্রতিযোগিতায়ও আশ্বিন মাত্র চারটি উইকেট পেয়েছে এবং তার ইকোনোমিও ছিল ৭.৬৬। কিন্তু এটি যেকোনো বোলারের সাথেই হতে পারে। আমার মনে হয় ধোনির আরো একটু ভাবা উচিত কোথায় সে উন্নতি করতে পারবে। সে বেশ ভালোভাবে ফিরে আসবে, আমার মনে হয় যেমটা অতীতে আমরা দেখেছি কুম্বলে, দ্রাবিড় ও টেন্ডুলকারের বেলায়।”
No comments :
Post a Comment
The latest news, breaking news and current news at "exclusivenews21.blogspot.com" Get all the big headlines, pictures, analysis, opinion and video on the stories that matt.