Pages

অবসরের ঘোষণা দিলেন ইব্রাহিমোভিচ

চলতি ইউরো আসর শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দেয়ার ঘোষণা দিয়েছে সুইডিশ তারকা জøাতান ইব্রাহিমোভিচ। দীর্ঘদিন তাকে সমর্থন দিয়ে আসার জন্য দর্শকদের ধন্যবাদ দিয়েছেন ইব্রা।
বুধবার ইউরোর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে সুইডেন। আর এটিই হয়তো হবে জাতীয় দলের জার্সি গায়ে এই পিএসজি স্ট্রাইকারের শেষ ম্যাচ। আগের দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া সুইডেনের ইউরোর এবারের আসর থেকে বিদায় এক রকম নিশ্চিত। আয়ারল্যান্ডে সাথে ১-১ গোলে ড্র করার পর ইতালির সাথে ১-০ গোলে হেরেছে তারা।

সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ইব্রা বলেন, ‘এবারের ইউরোতে সুইডেনের শেষ ম্যাচটিই হবে আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ। আমি অলিম্পিকে খেলবো। সুতরাং বুধবারের ম্যাচটিই যেন আমার শেষ ম্যাচ না হয় সেই প্রত্যাশা করবো। আর তেমনটা হলেও আমার কোন দুঃখা থাকবে না’।
কালকের ম্যাচে জিতলে ইউরোর সুপার ১৬ পর্বে যাওয়ার আশা বেচে থাকবে সুইডেনের।
ইব্রাহিমোভিচ বলেন, ‘আমার কোন দুঃখ নেই। সুইডেনকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। সব সময় সমর্থন দিয়ে যাওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানাই। দলে না থাকলেও সুইডেনের সাথেই থাকবো সব সময়’।

No comments :

Post a Comment

The latest news, breaking news and current news at "exclusivenews21.blogspot.com" Get all the big headlines, pictures, analysis, opinion and video on the stories that matt.